Header Ads

Header ADS

মৌজা ম্যাপ কাকে বলে? মৌজা ম্যাপ মানে কি? মৌজা কাকে বলে? মৌজা কি কাকে বলে ? মৌজা নং কি?

মৌজা ম্যাপ কাকে বলে?

 


             

মৌজা ম্যাপ জানতে হলে েএবং সঠিক ভাবে বুঝতে হলে, আমদের প্রথমেই জানতে মৌজা কী? আর যদি আপনি

দাগ নম্বর সম্পর্কে না জানেন তাহলে আপনি মৌজা কী তাও বুঝতে পারবেন না । 

আর যদি দাগ নম্বর বিষয়টি জেনে থাকেন তাহলেই সামনে এগিয়ে যেতে পারেন। আশাকরি , আপনি সঠিক তথ্য পেয়ে যাবেন।আর যদি দাগ নম্বর সম্পর্কে না জেনে থাকেন তাহলে নিম্নে দেওয়া লিংকে ক্লিক করুন।

<<< দাগ নাম্বার কাকে বলে?>>>

সিএস জরিপ এর সময় প্রতিটি উপজেলাকে একাধিক খণ্ডে ভাগ করে প্রতিটি একককে ক্রমিক নম্বর দিয়ে চিহ্নিত করে জরিপ করা হয়েছে ।উপজেলার এরকম প্রতিটি একককে মৌজা বলে।এক বা একাধিক গ্রাম নিয়ে একটি মৌজা গঠিত হয়।আমরা জানি, পদুয়া গ্রামের প্রতিটি জমির খণ্ডকে চেনার জন্য প্রতিটি খণ্ডকে পৃথক নম্বর দেয়া হয়,তাকে দাগ নম্বর বলে। অনেকগুলো দাগ নিয়ে একটি মৌজা গঠিত হয়। মৌজাকে ভূমি জরিপের একক বলা হয়।

অন্যভাবে ,

পদুয়া গ্রামকে ভূমির ভাষায় মৌজা বলে।পদুয়া গ্রাম হয়ে গেল মৌজা আর এই মুহূর্তে কিছু জমির খন্ডে ভাগ করে প্রতিটি খন্ডের একটি নম্বর দেয়া হল। সে নম্বরকে দাগ বলে তাহলে সহজ কথায় বলা যায় কিছু দাগ নিয়ে একটি মৌজা গঠিত হয়।মৌজাকে ভূমি জরিপের একক বলা হয়।

আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন।

<<< মৌজা বলতে কি বুঝায়? >>>

মৌজা ম্যাপঃ

আমরা জানি,পৃথিবীর যেমন একটি ম্যাপ আছে। ঠিক তেমনি বাংলাদেশেরও একটি ম্যাপ আছে।সেভাবে, পদুয়া এর আরো একটি ম্যাপ আছে। পদুয়ার মৌজার ম্যাপকে মৌজা ম্যাপ বলে। এই ম্যাপে প্রতিটি খন্ডের  উপর সেই দাগ নম্বর লেখা থাকে। একটি মৌজা ম্যাপে যা থাকে , তা নিচে দেওয়া হলোঃ

  1. মৌজার নাম
  2. জেএল নম্বর
  3. সাংকেতিক চিহ্ন 
  4. বাটা দাগ
এবং ম্যাপটি ওই মৌজার কত নম্বর সিট এবং ওই মৌজার  চার পাশে অবস্থিত অন্যান্য মৌজার নাম থাকে। 

 


আরো কিছু জানতে চাইলে সাথে থাকুন:

১.মৌজা বলতে কি বোঝায়?

২.মৌজা ম্যাপ বলতে কি বুঝায়? মৌজা ম্যাপ কি?

৩.খতিয়ান নম্বর কি?What is the Ledger number?

৪.খতিয়ান এর বিস্তারিত ব্যাখ্যা।

৫.জরিপ (survey)। সিএস জরিপ। আর এস জরিপ। এস এ জরিপ।

৬.পর্চা। পর্চা বলতে কী বোঝায়?

৭.সম্পত্তির প্রকারভেদ। সম্পত্তির ধরন। বিভিন্ন প্রকার সম্পত্তি।

৮.জরিপ। জরিপ কি? জরিপ বলতে কি বুঝায়? জরিপের সাধারণ জ্ঞান।

৯.দাগ বলতে কি বোঝায়?দাগ কি?ভূমি জরিপে দাগ বলতে কি বোঝায়?


See the more topic:

1.কম্পিউটার কি?:https://nahidec50.blogspot.com/2022/10/what-is-computerwhat-does-computer-mean.html

2.The history of computer.কম্পিউটারের ইতিহাস বলতে কী বোঝায়? কম্পিউটারের সঠিক ইতিহাস ।:The history of computer.


Follow me:

1.Facebook:https://www.facebook.com/mdnahid456?_rdc=1&_rdr

2.Youtube:https://www.youtube.com/channel/UC87O_kSJomKCJtWnYAjFu9Q/featured

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.