Header Ads

Header ADS

মৌজা বলতে কি বুঝায়? মৌজা হচ্ছে ভূমি জরিপের প্রধান অন্যতম একটি ধাপ।মেীজা মানে কি ? মেীজা কী? মৌজা ম্যাপ কি জেনেনিন?

মৌজা বলতে কি বুঝায়?




 মৌজাঃ

পদুয়া গ্রামকে ভূমির ভাষায় মৌজা বলে।পদুয়া গ্রাম হয়ে গেল মৌজা আর এই মুহূর্তে কিছু জমির খন্ডে ভাগ করে প্রতিটি খন্ডের একটি নম্বর দেয়া হল। সে নম্বরকে দাগ বলে তাহলে সহজ কথায় বলা যায় কিছু দাগ নিয়ে একটি মৌজা গঠিত হয়।মৌজাকে ভূমি জরিপের একক বলা হয়।

<<<দাগ নম্বর কাকে বলে? >>>

আরো বিস্তারিত জানতে-

মৌজা হচ্ছে রাজস্ব আদায়ের সর্বনিম্ন একক-এলাকা। মুঘল আমলে কোন পরগনা/অঞ্চল বা রাজস্ব-জেলার রাজস্ব গ্রহনের একক হিসেবে শব্দটি প্রচুরভাবে ব্যবহার করা হতো।অনেকগুলো মৌজা নিয়ে গঠিত হতো একটি এলাকা । বিশ শতকে মৌজা শব্দটি ব্যবহার করা হয় সামাজিক একক গ্রামের বিকল্প নাম হিসেবে এবং এই নামটি বেশ জনপ্রিয়তাও লাভ করে।১৯ শতক ও তারও পূর্বে মৌজা সামাজিক ও রাজস্ব উভয়েরই একক হিসেবে চিহ্নিত হতো।অসংখ্য মৌজা ছিল যেখানে গুটি কয়েক বসবাসের ভূমি ছিল অথবা আদৌ কোনও বসবাসের ভূমি ছিল না। 

মৌজা ছিল শনাক্তকরণের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি। মৌজার মধ্যে নির্দিষ্ট পরিমাণ ভূমি মধ্যে ছিল গ্রাম্য লোকজনের বসতবাড়ি।  কেন্দ্রীভূত স্থাপনাগুলি সামগ্রিকভাবে গ্রাম  নামে পরিচিতি লাভ করে।জরিপ বিভাগ এবং রাজস্ব আদায়কারী কর্মচারীদের নিকট এজন্য মৌজা ও গ্রাম দুটি শব্দ ইউনিক অর্থ রয়েছে।রাজস্ব নির্ধারণ এবং রাজস্ব আদায়ের জন্য অসংখ্যজমির ভৌগোলিক সংযুক্তিছিল মৌজা । অপরদিকে গ্রাম ছিল মৌজার অন্তর্ভুক্ত কঠিন সামাজিক  বন্ধনে গঠিত লোকবলের বসতি। এভাবেই একটি মৌজার মধ্যে অসংখ্য  গ্রাম থাকতে পারত ।


অথবা অন্যভাবে বললে চলে------------

সিএস জরিপ এর সময় প্রতিটি উপজেলাকে একাধিক খণ্ডে ভাগ করে প্রতিটি একককে ক্রমিক নম্বর দিয়ে চিহ্নিত করে জরিপ করা হয়েছে ।উপজেলার এরকম প্রতিটি একককে মৌজা বলে।এক বা একাধিক গ্রাম নিয়ে একটি মৌজা গঠিত হয়।আমরা জানি, পদুয়া গ্রামের প্রতিটি জমির খণ্ডকে চেনার জন্য প্রতিটি খণ্ডকে পৃথক নম্বর দেয়া হয়,তাকে দাগ নম্বর বলে। অনেকগুলো দাগ নিয়ে একটি মৌজা গঠিত হয়। মৌজাকে ভূমি জরিপের একক বলা হয়।

তাহলে মৌজা কি বা মৌজা কাকে বলে এ বিষয়ে অনুচ্ছেদ পড়ে আশা  করি আপনারা কিছু জানতে পেরেছেন।অনুচ্ছেদ ভালো লাগলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন এবং এর সাথে জড়িত আরও কোন বিষয়ে জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।



আরো কিছু জানতে চাইলে সাথে থাকুন:

১.মৌজা বলতে কি বোঝায়?

২.মৌজা ম্যাপ বলতে কি বুঝায়? মৌজা ম্যাপ কি?

৩.খতিয়ান নম্বর কি?What is the Ledger number?

৪.খতিয়ান এর বিস্তারিত ব্যাখ্যা।

৫.জরিপ (survey)। সিএস জরিপ। আর এস জরিপ। এস এ জরিপ।

৬.পর্চা। পর্চা বলতে কী বোঝায়?

৭.সম্পত্তির প্রকারভেদ। সম্পত্তির ধরন। বিভিন্ন প্রকার সম্পত্তি।

৮.জরিপ। জরিপ কি? জরিপ বলতে কি বুঝায়? জরিপের সাধারণ জ্ঞান।

৯.দাগ বলতে কি বোঝায়?দাগ কি?ভূমি জরিপে দাগ বলতে কি বোঝায়?


See the more topic:

1.কম্পিউটার কি?:https://nahidec50.blogspot.com/2022/10/what-is-computerwhat-does-computer-mean.html

2.The history of computer.কম্পিউটারের ইতিহাস বলতে কী বোঝায়? কম্পিউটারের সঠিক ইতিহাস ।:The history of computer.


Follow me:

1.Facebook:https://www.facebook.com/mdnahid456?_rdc=1&_rdr

2.Youtube:https://www.youtube.com/channel/UC87O_kSJomKCJtWnYAjFu9Q/featured

2 comments:

Theme images by Jason Morrow. Powered by Blogger.