কিভাবে কিউআর কোড তৈরি করবেন মোবাইল দিয়ে? খুব সহজে কিউআর কোড তৈরি করার পদ্ধতি।How to create Qr Code?
কিভাবে কিউআর কোড তৈরি করবেন মোবাইল দিয়ে?
আসসালামু আলাইকুম আশাকরি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে কিউআর কোড তৈরি করা যায় এবং এর ব্যবহার।
কিউ আর এর সম্পূর্ণ রূপ হল কুইক রেসপন্স কোড। এর সাহায্যে যেকোনো এনক্রিপ্টেড তথ্য খুব সহজে সংরক্ষণ ও দ্রুত অ্যাক্সেস করা যায় বলে এরনাম Qr code. QR code হলো এক ধরনের দ্বিমাত্রিক বারকোড।পণ্যের দাম বিভিন্ন প্রমোশনাল অফার বা অল্প জায়গায় অনেক বেশি তথ্য সংরক্ষণের জন্য মূলত কিউআর কোড ব্যবহার করা হয়ে থাকে। তাই দেরি না করে এখনই শিখে নেই কিউআর কোড তৈরি করা।
Please , click the video..
QR কোড কি? কিভাবে কিআরকোড তৈরী করবেন?
কিআরকোড কি:
কিউআর কোড, (কুইক রেসপন্স কোড থেকে সংক্ষিপ্ত) হলো সর্বপ্রথম জাপানে স্বয়ংচালিত শিল্পের জন্য
পরিকল্পিত ম্যাট্রিক্স বারকোড (বা দ্বিমাত্রিক বারকোড)
ধরনের একটি
ট্রেডমার্ক।বারকোড হল
মেশিনে পাঠযোগ্য
অপটিক্যাল লেবেল
যা এতে
সংযুক্ত উপাত্ত
সম্পর্কে তথ্য
ধারণ করে
থাকে। একটি
কিউআর কোড
দক্ষতার সাথে
তথ্য ধারণ
করার জন্য
চারটি মানদন্ডে
(নিউমেরিক, আলফানিউমেরিক, বাইট/বাইনারি, এবং কাঞ্জি) এনকোডিং মোড
ব্যবহার করে,
যেখানে এক্সটেনশন
ব্যবহার করা
যেতে পারে। Qr code সাধারণত দুই প্রকার।
১.ডাইনামিকঃ যে QR Code তৈরী করার পরও তার ভেতরের তথ্য পরিবর্তন করা
যায় , তাকে ডাইনামিক QR Code বলে।
২.স্ট্যাটিকঃ যে QR Code তৈরী করার পর তার ভেতরের তথ্য পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক QR Code বলে।
কেন QR কোড ব্যবহার করবেন?:
আপনারা সকলেই বর্তমানে বিভিন্ন জায়গায় কিউআর কোড এর প্রচলন
দেখতে পারবেন। যেমন মনে করুন বিকাশে ক্যাশ আউট করতে কোনো এজেন্ট এর দোকানে চলে গেলেন।
অতঃপর আমরা যে কাজটি করি তা হচ্ছে এজেন্টের নাম্বার নিয়ে সেই নাম্বারে ক্যাশ আউট করে
থাকি। এজেন্টের নাম্বার নেওয়ার জন্য আমাদেরকে সেই দোকানদারেনরর কাছ থেকে নাম্বার চেয়ে
নিতে হয়।
কিন্তু আপনার হাতে যদি এন্ড্রয়েড মোবাইল থাকে তাহলে আপনি
বিকাশ অ্যাপের মাধ্যমে দোকানদার থেকে নাম্বার
জিজ্ঞেস না করেই এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে পারবেন। ভাবছেন কীভাবে? এটা সম্ভব।
কারণ প্রায় সকল বিকাশ এজেন্টের কাছে একটি কিউআর কোড থাকে যেই কিউআর কোডে তার এজেন্ট
নাম্বার লুকায়িত করা থাকে।
যখন আপনি সেই বিকাশ এজেন্টের কিউআর কোড স্ক্যান করবেন তখন
বিকাশ এজেন্ট নাম্বার দেখতে পারবেন। এখানে সুবিধা হচ্ছে নাম্বার ভুল হওয়ার কোন সম্ভাবনা
নেই। কিউআর কোডে যে নাম্বার দেয়া রয়েছে সেই নাম্বার অটোমেটিক আপনার বিকাশ অ্যাপে
বসে যাবে। এভাবে আপনারা কিউআর কোড এর সুবিধা নিতে পারবেন। এছাড়া বিভিন্ন কাজে
কিউআর কোড ব্যবহার করা হয়ে থাকে। যেমন মনে করুন আপনি কোথাও কেনাকাটা করতে গিয়েছেন।
এখন কেনাকাটা শেষে যদি সেই দ্রব্যের মূল্য জানতে চাইলে তাহলে আপনাকে দোকানিকে জিজ্ঞেস
করতে হবে না। কারণ আপনি যে দ্রব্য ক্রয় করেছেন সেই দ্রব্যের মধ্যে কিউআর কোড থাকলে
সেটি স্কান করার মাধ্যমে তার মূল্য জানতে পারবেন।
এছাড়াও আমরা যেগুলো ব্যবহার করি যেমন ব্রাশ করার জন্য পেস্ট, বই, খাতা, ইত্যাদি বক্সের গায়ে কিউআর কোড দেয়া থাকে। আমরা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে সেই পন্যের ইতিহাস সম্পর্কে জানতে পারি। যেমন সেই দ্রব্য সঠিক কিনা, তাদের ওয়েবসাইটের নাম ইত্যাদি। অর্থাৎ বিভিন্ন কাজে QR Code ব্যবহার করা হয়ে থাকে। QR Code এর অত্যাধিক সুবিধার কারণে আমরা দৈনন্দিন জীবনে QR Code ব্যবহার করে থাকি।
QR Code তৈরি করার পদ্ধতিঃ
QR Code তৈরি করার পদ্ধতি অনেক সহজ।আশা করি, এই পোস্টি পড়ার
মাধ্যমে খুব সহজেই QR Code তৈরি করিতে পারবেন। QR Code তেরি করার সহজ দুইটি সহজ পদ্ধতি
রয়েছ ।এগুলো হলোঃ
১.অ্যাপস এর মাধ্যমে
২.ওয়েবসাইটের মাধ্যমে
উপরোক্ত পদ্ধতিতে খুব সহজেই আপনার প্রয়োজনীয় QR
Code তৈরি করতে পারবেন।চলুন শিখে নেই এখনই ।
১. অ্যাপস এর মাধ্যমেঃ
অ্যাপস এর মাধ্যমে QR Code তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে Android phone এর। QR Code তৈরি করার অসংখ্য অ্যাপ রয়েছে প্লে স্টোরে। আমি আপনাকে সাজেস্ট করবো একটি জনপ্রিয় Android অ্যাপ এর । এটা হলো-QR & Barcode Scanner.
প্রথমেই যা করতে হবে তা হচ্ছে আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে QR & Barcode Scanner লিখে। নিম্নে অ্যাপটির screen shot দেওয়া হলো:
অবশ্যই অ্যাপটি ইনস্টল করে নিবেন।
মোবাইল দিয়ে QR Code তৈরি করার নিয়মঃ
এথন আমাদের মোবাইল দিয়ে QR Code তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। চলুন শুরু করি।
- প্রথমেই আমাদের QR & Barcode Scanner অ্যাপটি ওপেন করতে হবে।অতপর QR & Barcode Scanner অ্যাপটি ওপেন করার পর অ্যাপের মেনু ্আইকনে ক্লিক করতে হবে।
5.
অতপর, উপরোক্ত ফটোর মতো আপনার কিউআরকোড দেখতে পারবেন।এখন আমাদের সংরক্ষন করার পালা । এখন এই QR Code mobile এ সংরক্ষন করার জন্য উপরোক্ত ফটোতে দেখানো সেভ অপশনে ক্লিক করে গ্যালারিতে সেভ করতে হবে।
এটাই হলো Android Mobile App এর মাধ্যমে QR Code made করার নিয়ম। উপরোক্ত নিয়ম গুলো অনুসরণ করলেই আপনারা খুব সহজেই QR code তৈরি করত পারবেন।
২. অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমেঃ
আমি আপনারদেরকে পরীক্ষামূলকভাবে দেখানোর জন্য একটি Phone number দিয়ে QR Code তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আমার মোবাইল নাম্বার QR Code এর মাধ্যমে তৈরি করব যেটি scan করার মাধ্যমে আপনারা আমার মোবাইল নাম্বার দেখতে পারবেন।Phone number Qr code এর মাধ্যমে তৈরি করার জন্য উপরোক্ত ছবিতে দেখানো Phone option এ ক্লিক করতে হবে।
4.এখন আমাদের কাজ হলো যে ফোন নাম্বারের QR Code তৈরি করতে চাই সেই ফোন নাম্বার টি screen shot এ দেখানো বক্স অপশনটিতে ক্লিক করে ইনসার্ট করতে হবে। অবশ্যই টিক চিহ্ন অপশনটিতে ক্লিক করতে হবে।
6. এখন যদি আপনি আপনার তৈরি করা QR Code Scan করেন তাহলে নিচের মত দেখতে পারবেন ।খুবই চমৎকার না! এর মাধ্যমে আমাদের মূল্যবান সময় অনেক বাচানো যাবে। অবশ্যই ট্রাই করতে ভুলবেন না।
এটাই ছিল আমাদের অনলাইনে QR CODE তৈরি করার টিউটোরিয়াল। আশা করি, আপনারা উপরোক্ত দেখানো নিয়ম অনুসরণ করে আপনারা খুব সহজেই online Qr code তৈরি করতে পারবেন।
অবশ্যই, আপনাদের এই টিউটোরিয়ালটি দেখে অনেক উপকৃত হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য । দেখা হবে অন্য কোনো টপিকে।
Follow me:
1.Facebook:https://www.facebook.com/mdnahid456?_rdc=1&_rdr
2.Youtube:https://www.youtube.com/channel/UC87O_kSJomKCJtWnYAjFu9Q/featured
3.Twitter:Md Nahid Prodhan
4.Instagram:md_nahid_prodhan
Thanks for with us......
No comments