ওয়েব সাইট ডিজাইন পরিচিতি।How to web site designing with Html language?
ওয়েব সাইট ডিজাইন
#ওয়েব পেইজঃ
ইন্টারনেট ব্যবহারকারিদের দেখার জন্য বিভিন্ন
দেশের সারভারে রাখা ফাইলকে ওয়েব পেইজ
বলে।ওয়েব পেইজ সাধারনত এইচটিএমএল দ্বারা তইরী করা হয়।
#ওয়েব পেইজের বিষয় বস্তুঃ
১।টেক্সট ডেটা ফাইলঃ
২।ছবি ও গ্রাফিক্স ফাইলঃ
·
.Jpg/jpeg:Joint
Photographic Expert Group
·
.Png:Portable
Network Graphics
·
.Gif:Graphics
Interchange Formate
·
.Bmp:Bitmap
image file
৩।ভিডিও ও অডিও ফাইলঃ
#ওয়েবসাইটঃ
ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোন কম্পিউটারের বরাদ্ধকৃত স্পেস যাতে এক বা একাধিক ওয়েব পেইজ সংরক্ষন করে রাখা যায় তাহাই হলো ওয়েবসাইট।
#ওয়েব পোর্টালঃ
ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিংক , কন্টেন্ট ও সার্ভিস বা সেবার সংগ্রহ যা ব্যবহারকারিদেরকে তথ্য জানানোর জন্য সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়।
#আইপি অ্যাড্রেসঃ
কম্পিউটার নেটওয়ার্কে প্রতিটি ডিভাইসের জন্য
একটি পরিচিতি বা আইডেন্টিন্টি থাকে যা IP (Internet protocol) অ্যাড্রেস নামে পরিচিত
।
#ডোমেন নেইমঃ
ডোমেন নেইম হচ্ছে ইন্টারনেটে এক বা একাধিক আইপি
অ্যাড্রেসকে সনাক্তকরনের জন্য একটি অদ্বিতীয় আলফানিউমেরিক ঠিকানা।
Internet
corporation for assingned names and numbers(ICANN)
নামক প্রতিষ্ঠানঠি সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেইম নিয়ন্ত্রণ করছে।
ICANN এর একটি অলাভজনক অনুবিভাগ হলো Internet Assigned Numbers Authority(IANA) যা
মূলতঃ ডোমেন নেইম রেজিস্ট্রেশনের অনুমোদন দিয়ে থাকে। http://www.shikkha.org
সকল ডোমেন নেইমকে ICANN একটি ডেটাবেজ ফাইলে সংরক্ষন করে।
বর্তমানে কয়েকটি জনপ্রিয় জেনেরিক ডোমেইন হলোঃ
.net-নেটওয়ার্ক
সার্ভিস
.com-বাণিজ্যিক
প্রতিষ্টান
.edu-শিক্ষা
প্রতিষ্টান
.gov-যুক্তরাষ্টের
রাষ্ঠীয় প্রতিষ্ঠান
.int-আন্তর্জাতিক
প্রতিষ্টান
.mil-যুক্তরাষ্ট্র
প্রতিরক্ষা ব্যবস্থা
.org-অলাভজনজক প্রতিষ্টান
আরো কিছু জানতে চাইলে সাথে থাকুন:
২.মৌজা ম্যাপ বলতে কি বুঝায়? মৌজা ম্যাপ কি?
৩.খতিয়ান নম্বর কি?What is the Ledger number?
৪.খতিয়ান এর বিস্তারিত ব্যাখ্যা।
৫.জরিপ (survey)। সিএস জরিপ। আর এস জরিপ। এস এ জরিপ।
৬.পর্চা। পর্চা বলতে কী বোঝায়?
৭.সম্পত্তির প্রকারভেদ। সম্পত্তির ধরন। বিভিন্ন প্রকার সম্পত্তি।
৮.জরিপ। জরিপ কি? জরিপ বলতে কি বুঝায়? জরিপের সাধারণ জ্ঞান।
৯.দাগ বলতে কি বোঝায়?দাগ কি?ভূমি জরিপে দাগ বলতে কি বোঝায়?
১০.বাংলাদেশ পাসপোর্ট অফিসের তালিকা।
১১.৪০০+ টি গুতুত্বপূর্ণ ইংরেজি শব্দার্থ।প্রয়োজনীয় ইংরেজি শব্দার্থ।
১৪.A To Z ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণ।
১৬.ইংরেজিতে অসংখ্য পশুর নাম।দেশি-বিদেশি পশুর ইংরেজি নাম।
১৭.সকল পাখিদের ইংরেজি নাম।দেশি-বিদেশি পাখির ইংরেজি নাম।
১৮.সকল মাছের ইংরেজি নাম। বিভিন্ন প্রকার মাছের ইংরেজি নাম।
১৯.বাংলাদেশি বিভিন্ন ফলের ইংরেজি নাম।৯৮ টি ফলের ইংরেজি নাম।
২০.সকল শাক সবজির ইংরেজি নাম। ইংরেজিতে ৩৭ টি শাক সবজির নাম।
Follow me:
1.Facebook:https://www.facebook.com/mdnahid456?_rdc=1&_rdr
2.Youtube:https://www.youtube.com/channel/UC87O_kSJomKCJtWnYAjFu9Q/featured
3.Twitter:Md Nahid Prodhan
4.Instagram:md_nahid_prodhan
Thanks for with us......
No comments