Header Ads

Header ADS

মৌজা কিভাবে বের করবো?মৌজা ম্যাপ বের করার নিয়ম? ঘরে বসেই মৌজা কিভাবে বের করবো? জেনে নিন।উপজেলা সমূহের মৌজা ম্যাপের তালিকা ।

মৌজা কিভাবে বের করবো?মৌজা ম্যাপ বের করার নিয়ম?

আমাদের দৈনন্দিন জীবনে জমির জন্য ‍অতি প্রয়োজনীয় বিষয় হলো মৌজা ম্যাপ। আমরা ‍যদি জমি কেনা-বেচা করতে চাই , তাহলে আমাদের  প্রয়োজন হয় মৌজা ম্যাপ। এখন আলোচনা করবো কিভাবে ঘরে বসেই কিভাবে ম্যাপ বের করবেন এবং উপজেলা সমূহের মৌজা ম্যাপের তালিকা দেখতে পারবেন?


ইন্টারনেট থেকে মোজা ম্যাপ ডাউলোডের সবচেয়ে ভালো সাইট টি হলো - বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের ওয়েবসাইট । এই ওয়েবসাইটের সাহায্যে খুব সহজে উপজেলা সমূহের মৌজা ম্যাপ ডাউনলোড করতে পারবেন । চলুন শুরু করি?

দাগ কি?

আমাদের জমিগুলা অনেক গুলো ভাগে বিভক্ত থাকে । এক এক খন্ড এক এক ব্যক্তির নামে থাকে । জমি গুলোকে চিনার জন্য আলাদাভাবে ইউনিক নাম্বার প্রদার করা হয়। আর যখন জরিপ ম্যাপ তৈরি করা হয় , তখন মেীজা নকশায় ভূমির সীমানা চিহ্নিত বা সনাক্ত করার জন্য প্রতিটি ভূমি খন্ডকে েইউৃনিক নাম্বার প্রদান করা হয়। আর এই নাম্বারকে দাগ নাম্বার বলে।আরো বিস্তারিত জানতে:


মৌজা কাকে বলে?

পদুয়া গ্রামকে ভূমির ভাষায় মৌজা বলে।পদুয়া গ্রাম হয়ে গেল মৌজা আর এই মুহূর্তে কিছু জমির খন্ডে ভাগ করে প্রতিটি খন্ডের একটি নম্বর দেয়া হল। সে নম্বরকে দাগ বলে।মৌজাকে ভূমি জরিপের একক বলা হয়। আরো বিস্তারিত জানতে: 


মৌজা ম্যাপ কি?

আমরা জানি,পৃথিবীর যেমন একটি ম্যাপ আছে। ঠিক তেমনি বাংলাদেশেরও একটি ম্যাপ আছে।সেভাবে, পদুয়া মৌজা এর আরো একটি ম্যাপ আছে। পদুয়ার মৌজার ম্যাপকে মৌজা ম্যাপ বলে। আরো বিস্তারিত জানতে: 


মৌজা ম্যাপ কিভাবে বের করবো?

আপনি যদি আপনার জমির  মৌজা ম্যাপ ডাউনলোড করতে চান তাহলে আপনাকে নিম্নোক্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

Eporcha.gob.bd 

অতপর, ডিজিটাল ভূমিসেবা মেনু থেকে মৌজা ম্যাপ অপশন বাছাই করতে হবে।

তারপর, আপনারা জমির স্থানের বিভাগ , বিভাগ , জেলা , উপজেলা ও মৌজা সিলেক্ট করে দাগ নং অথবা সিটি নং Enter করে সার্চ বাটনে ক্লিক করুন।

অনলাইন থেকে খুব সহজে মৌজা ম্যাপ দেখতে পারবেন এবং সার্টিফাইড প্রতিলিপির জন্য আবেদন করেতে পারবেন?মৌজা ম্যাপ বের করার যতগুরো ধাপ অতিক্রম করতে হবে তা সবগুলো নিম্নোক্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে । কোনো ঝামেলায় পড়তে না চাইলে পুরো লিখাটি পড়তে থাকুন। তা না হলে , আপনার  ই ক্ষতি হবে।আশা করি বুঝতে পেরেছেন। 

মৌজা বের করার জন্য কি কি তথ্যের প্রয়োজন?

মৌজা বের করার জন্য নিম্নোক্ত তথ্যের প্রয়োজন ঃ

১. বিভাগ নাম

২. জেলা নাম

৩. উপজেলা নাম

৪. মৌজা নাম

৫. পর্চা বা খতিয়ানের নাম

৬. দাগ নং /সিট নং

 

চলুন ধাপে ধাপে শুরু করি।

আপনি মোবাইল অথবা কম্পিউটার এর মাধ্যমে আবেদন টি করতে পারেন।

Step 1 : মৌজা ম্যাপ দেখার জন্য প্রথমে https://www.eporcha.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 

Step 2 : অতপর মৌজা ম্যাপ অপশনে ক্লিক করতে হবে।


Step 3: 

 উপরোক্ত ফরমটিতে বিভাগের নাম,জেলার নাম, ম্যাপ টাইপ, উপজেলা ,মৌজা এবং সিট / দাগ নং বসিয়ে অনুসন্ধান অপশনে ক্লিক করতে হবে। অবশ্যই সকল তথ্য সঠিক ভাবে ‍প্রদান করতে হবে।তারপর কিছুক্ষন অপেক্ষা করতে হবে।

এই পদ্ধতিতে খুব সহজেই মৌজা ম্যাপ দেখতে পারবেন।

অনলাইনের মাধ্যমে মৌজার সার্টিফাইড কফির জন্য আবেদনঃ

সার্টিফাইড কফি পেতে আপনাকে যা করতে হবে তা হলো - 

অনুসন্ধান প্রক্রিয়া শেষ হলে মৌজা ম্যাপের নিচে থাকা “  সার্টিফাইড কফি পেতে  আবেদন করুন” বাটনে ক্লিক করুন ।

আবেদন করার সময় যা যা করবেন-

***আপনারা চাইলে ডাকযোগের মাধ্যমে ডেলিভারি নিতে পারেন

*** নাম ও জাতীয় পরিচয় পত্র নাম্বার প্রদান করেন

*** ইমেল ও মোবাইল নাম্বার প্রদান করুন

***অবশ্যই আপনার সম্পূর্ণ ঠিকানা দিতে হবে

*** ক্যাপচা যোগফল করে দিতে হবে

*** পেমেন্ট বিবরণী সিলেক্ট করুন

অতপর ” পরবর্তী বাটন” এ ক্লিক করে পেমেন্ট করতে হবে ।

আশাকরি, এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবেনা।সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য এবং  আপনি অনেক উপকৃত হয়েছেন।

আরো কিছু জানতে চাইলে সাথে থাকুন:

১.মৌজা বলতে কি বোঝায়?

২.মৌজা ম্যাপ বলতে কি বুঝায়? মৌজা ম্যাপ কি?

৩.খতিয়ান নম্বর কি?What is the Ledger number?

৪.খতিয়ান এর বিস্তারিত ব্যাখ্যা।

৫.জরিপ (survey)। সিএস জরিপ। আর এস জরিপ। এস এ জরিপ।

৬.পর্চা। পর্চা বলতে কী বোঝায়?

৭.সম্পত্তির প্রকারভেদ। সম্পত্তির ধরন। বিভিন্ন প্রকার সম্পত্তি।

৮.জরিপ। জরিপ কি? জরিপ বলতে কি বুঝায়? জরিপের সাধারণ জ্ঞান।

৯.দাগ বলতে কি বোঝায়?দাগ কি?ভূমি জরিপে দাগ বলতে কি বোঝায়?


Follow me:

1.Facebook:https://www.facebook.com/mdnahid456?_rdc=1&_rdr

2.Youtube:https://www.youtube.com/channel/UC87O_kSJomKCJtWnYAjFu9Q/featured


No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.