অনলাইনে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করার নিয়ম ।
খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান ।
আপনি যদি জমির খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে চান তাহলে আপনি সঠিক স্থানে চলে এসেছেন । বর্তমান সময়ে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করা খুবই সহজ কাজ । পূর্বে জমির খতিয়ানের তথ্য অনুসন্ধান করতে অনেক ঝামেলায় পড়তে হতো । এখন ঝামেলা ও সিন্ডিকেটের দিন শেষ ! যদি ইন্টারনেট ব্যবহারে দক্ষ হয়ে থাকেন । আপনি www.eporcha bd.com থেকে খুব সহজেই খতিয়ান ও দাগের তথ্য জানতে পারবেন । কিভাবে বের করবেন তা এখন ধাপে ধাপে আলোচনা করা হলো । চলুন শুরু করি ।
আমরা যখনই কোনো জায়গা জমি ক্রয়- বিক্রয় করি , তখনই খতিয়ান যাচাইয়ের প্রয়োজন পড়ে । এখানেই আমাদের সমস্যার সম্মুক্ষিন হতে হয় । সমস্যা সমাধা করার জন্যই আপনার জন্য এই পোস্টটি । প্রযুক্তির ক্রমাগত উন্নয়নের ফলে আমরা এখন ঘরে বসেই আমাদের খতিয়ানের বিস্তারিত তথ্য জানতে পারব । www.eporcha bd.com - এই ওয়েবসাইটের মাধ্যমে জমি সংক্রান্ত অনেক সমস্যার সমাধান করতে পারবেন । এছাড়াও আপনার যদি অনলাইনে খতিয়ানের তথ্য যাচাই করতে সমস্যা হয় তাহলে , আপনি সরাসরি ভূমি অফিসে গিয়ে আপনার জমির খতিয়ানের তথ্য জানতে পারবেন প্রয়োজনীয় সাথে নিয়ে । আপনি এখান থেকে জানতে পারবেন জমির খতিয়ান যাচাই বা সিএস খতিয়াান অনুসন্ধান ও পর্চা অনুসন্ধান করার প্রক্রিয়া ।
পোস্টটিতে যা যা থাকছে -
১. খতিয়ান অনুসন্ধানের নিয়ম
২. ওয়েবসাইটে খতিয়ান অনুসন্ধান
৩. মোবাইল অ্যাপসের মাধ্যমে
৪. সিএস খতিয়ান অনুসন্ধান
খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধানে কি কি জানা লাগবে ?
খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধানের জন্য আপনার কিছু সঠিক তথ্য জানা থাকতে হবে । তথ্যগুলো হলো -
*** বিভাগ
*** জেলা
*** উপজেলা
***মৌজা বা গ্রাম
*** দাগ নং
*** খতিয়ান নং
***এবং জমির মালিকের নাম উক্ত সঠিক তথ্যগুলো প্রদান করে আপনি খুব সহজেই www.eporcha bd.com ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপসের মাধ্যমে খুব সহজেই জমির খতিয়ান ও মালিকের নাম যাচাই করতে পারবেন ।
১. খতিয়ান অনুসন্ধানের নিয়ম
***উপরোক্ত তথ্যগুলো যদি আপনার থাকে তাহলে আপনাকে www.eporcha bd.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ।
ছবিটার মতো ইন্টারফেস আসবে ।*** অতপর সার্ভে খতিয়ান অপশনটিতে ক্লিক করতে হবে ।
*** এখন বিভাগের নাম , জেলার নাম , উপজেলার নাম, খতিয়ানের ধরণ ,মৌজা নং এবং খতিয়ান নং বা মালিকের নাম প্রদান করতে হবে ।
*** এখন খুজুন বাটনে ক্লিক করতে হবে ।
আপনি যখন খুজুন বাটনে ক্লিক করবেন তখন আপনার খতিয়ানের দাগ নাম্বার এবং মালিকানার তথ্য চলে আসবে । এখন আপনি যদি খতিয়ানের অনলাইন সার্টিফাইড কপি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে উক্ত পেইজের ” আবেদন করূন ” অপশনটিতে ক্লিক করতে হবে । অতপর প্রয়োজনীয় তথ্য প্রদান করে ও নির্দিষ্ট ফি প্রদান করে খতিয়ানটি ডাউনলোড করে নিতে পারবেন । আপনি খুব সহজেই ওয়েবসাইটের মাধ্যমে খতিয়ান বের করা শিখে গেলেন ।
এখন আপনি জানবেন কিভাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে খতিয়ান ডাউনলোড করবেন ।
<<<ঘরে বসেই মৌজা ম্যাপ বের করার নিয়ম >>>
৩. মোবাইল অ্যাপসের মাধ্যমে
খতিয়ান যাচাই করার মোবাইল অ্যাপসের নাম হলো eKhatiyan . প্রথমেই আপনাকে প্লেস্টোরে প্পবেশ করতে হবে । অতপর, eKhatiyan apps টি ডাউনলোড করে নিতে হবে । Apps টি ওপেন করার পর খতিয়ান সিলেক্ট করে নিতে হবে ।
এখন যথাক্রমে -
***বিভাগের নাম
*** জেলা
*** উপজেলা
***খতিয়ানের ধরণ
*** মৌজা নং এবং
*** খতিয়ান নং প্রদান করতে হবে
এখন আপনাকে ক্যাপচা কোড প্রদান করতে হবে । ”তারপর অনুসন্ধান ”বাটনে ক্লিক করতে হবে ।এখন আপনি আপনার কাক্ষিত তথ্য দেখতে পারবেন ।
এই ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই খতিয়ান এবং দাগের তথ্য গুলো দেখতে পারবেন ।
৪. সিএস খতিয়ান অনুসন্ধান
সিএস খতিয়ান অনুসন্ধান করার জন্য আপনাকে www.eporcha bd.com প্রবেশ করার পর আপনার বিভাগ , জেলা এবং উপজেলা বাছাই করতে হবে । অতপর খতিয়ানের ধরন থেকে ”সিএস খতিয়ান “ বাছাই করে নিতে হবে । তারপর মৌজা নং ও খতিয়ান নং টাইপ করে খুজুন বাটনে ক্লিক করতে হবে । এভাবেই আপনি খুব সহজেই সিএস খতিয়ান বের করতে পারবেন ।
আশা করি , আপনি আপনার খতিয়ানের বিস্তারিত বের করতে পেরেছেন । আর যদি না পেরে থাকেন ! চিন্তার কোনো কারন নেই । আরো একটি সাধারন পদ্ধতি রয়েছে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধানের । চলু শিখে নেই ।
আপনি কিছুক্ষন পূর্বে ওয়েবসাইটে যেসব তথ্য প্রদান করেছিলেন , সেসব তথ্য নিয়ে আপনাকে ভূমি অফিসে চলে যেতে হবে । ভূমি অফেসের কর্মীদেরকে এসব তথ্য প্রদান করলেেই তারা আপনাকে খতিয়ানের তথ্য প্রদান করিবেন । এছাড়া্ও ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য পেতে 16122 কল করতে পারবেন ।
ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য ।
আরো কিছু জানতে চাইলে সাথে থাকুন:
২.মৌজা ম্যাপ বলতে কি বুঝায়? মৌজা ম্যাপ কি?
৩.খতিয়ান নম্বর কি?What is the Ledger number?
৪.খতিয়ান এর বিস্তারিত ব্যাখ্যা।
৫.জরিপ (survey)। সিএস জরিপ। আর এস জরিপ। এস এ জরিপ।
৬.পর্চা। পর্চা বলতে কী বোঝায়?
৭.সম্পত্তির প্রকারভেদ। সম্পত্তির ধরন। বিভিন্ন প্রকার সম্পত্তি।
৮.জরিপ। জরিপ কি? জরিপ বলতে কি বুঝায়? জরিপের সাধারণ জ্ঞান।
৯.দাগ বলতে কি বোঝায়?দাগ কি?ভূমি জরিপে দাগ বলতে কি বোঝায়?
Follow me:
1.Facebook:https://www.facebook.com/mdnahid456?_rdc=1&_rdr
2.Youtube:https://www.youtube.com/channel/UC87O_kSJomKCJtWnYAjFu9Q/featured
No comments