দাগ নম্বর কাকে বলে? ভূমি জরিপে দাগ নাম্বার কাকে বলে?খতিয়ানে দাগ নাম্বার বলতে কী বোঝায়?
দাগ নম্বর কাকে বলে? ভূমি জরিপে দাগ নাম্বার কাকে বলে?
দাগ কাকে বলে? ভূমি জরিপে দাগ কাকে বলে?
ভূমি জরিপের দাগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ধরি, পদুয়া একটি ছোট গ্রাম।পুরো গ্রামকে জমির পরিমাপ এর উপর ভিত্তি করে ছোট-বড় অসংখ্য খণ্ডে ভাগ করা হলো। পদুয়া গ্রামের জমি খন্ড গুলোকে ছোট ছোট খন্ডে বিভক্ত করা হলো। কিন্তু এই খণ্ডগুলো কিভাবে চিনব।চিনার উপায় হচ্ছে সংখ্যা পদ্ধতি। মোবাইল নাম্বারের মতো একের পর এক সংখ্যা ব্যবহার করে খণ্ডগুলো পরিমাপ করা যাবে।তাতে করে যে সুবিধাটি হবে যখন যে জমির প্রয়োজন হবে সে জমির দাগ নম্বর বলে নম্বরটি বললেই হবে।
সুতরাং,পদুয়া গ্রামের প্রতিটি জমির খণ্ডকে চেনার জন্য প্রতিটি খন্ডের যে পৃথক নম্বর দেয়া হয় তাকে দাগ নম্বর বলে।
অন্যভাবে বলেতে পারি,
আমাদের জমিগুলা অনেক গুলো ভাগে বিভক্ত থাকে । এক এক খন্ড এক এক ব্যক্তির নামে থাকে । জমি গুলোকে চিনার জন্য আলাদাভাবে ইউনিক নাম্বার প্রদার করা হয়। আর যখন জরিপ ম্যাপ তৈরি করা হয় , তখন মেীজা নকশায় ভূমির সীমানা চিহ্নিত বা সনাক্ত করার জন্য প্রতিটি ভূমি খন্ডকে েইউৃনিক নাম্বার প্রদান করা হয়। আর এই নাম্বারকে দাগ নাম্বার বলে।
<<<মৌজা বলতে কি বোঝায়?>>>
<<<মৌজা ম্যাপ বলতে কি বুঝায়? মৌজা ম্যাপ কি?>>>
<<<খতিয়ান নম্বর কি?What is the Ledger number?>>>
আরো কিছু জানতে চাইলে সাথে থাকুন:
২.মৌজা ম্যাপ বলতে কি বুঝায়? মৌজা ম্যাপ কি?
৩.খতিয়ান নম্বর কি?What is the Ledger number?
৪.খতিয়ান এর বিস্তারিত ব্যাখ্যা।
৫.জরিপ (survey)। সিএস জরিপ। আর এস জরিপ। এস এ জরিপ।
৬.পর্চা। পর্চা বলতে কী বোঝায়?
৭.সম্পত্তির প্রকারভেদ। সম্পত্তির ধরন। বিভিন্ন প্রকার সম্পত্তি।
৮.জরিপ। জরিপ কি? জরিপ বলতে কি বুঝায়? জরিপের সাধারণ জ্ঞান।
৯.দাগ বলতে কি বোঝায়?দাগ কি?ভূমি জরিপে দাগ বলতে কি বোঝায়?
See the more topic:
1.কম্পিউটার কি?:https://nahidec50.blogspot.com/2022/10/what-is-computerwhat-does-computer-mean.html
2.The history of computer.কম্পিউটারের ইতিহাস বলতে কী বোঝায়? কম্পিউটারের সঠিক ইতিহাস ।:The history of computer.
Follow me:
1.Facebook:https://www.facebook.com/mdnahid456?_rdc=1&_rdr
2.Youtube:https://www.youtube.com/channel/UC87O_kSJomKCJtWnYAjFu9Q/featured
No comments