সিএস জরিপ, আর এস জরিপ, এস এ জরিপ বলতে কি বোঝায়? সিএস , আর এস, এস এ খতিয়ান বলতে কি বোঝায়? জরিপ (survey).
সিএস , আর এস, এস এ খতিয়ান বলতে কি বোঝায়?
আসসালামু আলাইকুম। সম্মানিত পাঠকরা আশাকরি সকলে ভালো আছে। আজকের পোস্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমি আলোচনা করব জরিপ নিয়ে। সময়ের পরিক্রমায় বিভিন্ন সময় বিভিন্ন জরিপে হয়েছে। এক সময় এক এক জরিপে আমাদের দেশে দেখা গিয়েছে। নিখুঁত পরিমাপ করার জন্য জরিপগুলো করা হতো। দেখেনিন বিভিন্ন জরিপ এর নীতিমালা।
ধাপে ধাপে জরিপগুলো দেখে নেই:
- সিএস জরিপ (Cadastral survey)
- revisional survey (আর এস জরিপ
- state acquisition survey(এস এ জরিপ)
- পিএস জরিপ
- বিএস জরিপ
- সিটি জরিপ
- এবং দিয়ারা জরিপ
#1 সিএস জরিপ:
এখন আমরা জানব, সিএস খতিয়ান নিয়ে বিস্তারিত । সিএস” হলো Cadastral Survey (CS) এর সংক্ষিপ্ত রূপ। একে ভারত উপমহাদেশের প্রথম জরিপ বলা হয় যা ১৮৮৮ (ভূমি মন্ত্রণালয় অুনসারে ১৮৮৭) সাল হতে ১৯৪০ সালের মধ্যে পরিচালিত হয়। এই জরিপ ১৮৮৫ সালের বঙ্গীয় প্রজাতন্ত্র আইনে বাংলাদেশের সকল ভূমির বিস্তারিত ম্যাপ তৈরি করার এবং প্রতিটি মালিকের জন্য দাগ নম্বর উল্লেখ পূর্বক খতিয়ান তৈরি করার বিধান করা হয় সিএস জরিপে। সিএস জরিপ পরিচালিত হয় ১৮৮৮ সাল হতে ১৯৪০ সালের মধ্যে ।সিএস জরিপ ভারত উপমহাদেশের প্রথম জরিপ ছিল। এ জরিপ পি-70 সিটে কিস্তোয়ার এর মাধ্যমে সম্পন্ন হয়। কক্সবাজারের রামু থানা থেকে স্টার্ট হয়ে দিনাজপুরে সিএস জরিপ স্থগিত হয়। সিএস জরিপ কৃত নকশা কে সিএস ম্যাপ এবং খতিয়ানকে সিএস খতিয়ান বলা হয়।
১৮৮৮ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত এর মধ্যে সিলেট জেলা আসাম প্রদেশের অধীনে থাকায় সিলেট জেলায় সিএস জরিপ হয়নি।তবে জরুরী বিবেচনায় ১৯৩৬ সালের সিলেট প্রজাস্বত্ব আইনের (Sylhet tenancy Act) আওতায় সিলেট জেলার ক্যাডাষ্ট্রাল সার্ভে ১৯৫০ সালে আরম্ভ করা হয় এবং পরবর্তীতে রাষ্ট্রীয় অধিগ্রহন ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ এর অধীনে ঐ জরিপ ১৯৬৩ সালে শেষ হয়। জমিদারগনের নাম খতিয়ানের উপরিভাগে এবং দখলকার রায়তের নাম খতিয়ানের নিচে লেখা হতো। এই জরিপটি ছিল বাংলার জমিনে প্রথম এবং সঠিক জরিপ। এটি এখনো সঠিকভাবে ব্যবহার করা হয়। এই জরিপটির অর্থাৎ আসে জরিপের গঠন যোগ্যতা অনেক বেশি। মামলায় বা ভূমির জটিলতা নিরসনের ক্ষেত্রে এই জরিপকে বেস হিসেবে অনেক সময় গণ্য করা হয়।
#২ আর এস জরিপ (revisional survey):
সিএস জরিপ হয়েছিল আঠার ১৮৮৮ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত। এর দীর্ঘ ৫০ বছর পর আর এস জরিপ সম্পন্ন করা হয়। ভূমি, ভূমির মালিক এবং দখলদার ইত্যাদি সত্যায়িত করার নিমিত্তে আর এস জরিপ করা হয়েছিল। এস এ জরিপের সময় অনেক ত্রুটি বিচ্যুতি রয়ে যায়। এস.এ. জরিপের সময় সরেজমিনে তদন্ত বা জরিপ কার্যক্রম পরিচালনা হয়নি। জমিদারদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এস.এ জরিপ বা খাতিয়ান প্রস্তুত করা হয়েছিল যার কারণে অনেক ত্রুটি-বিচ্যুতি থেকে যায়। এই ত্রুটি সমাধান করার জন্য আর এস জরিপ করা হয়েছিল।আরএস জরিপে প্রস্তুতকৃত নকশা ও খতিয়ান নির্ভূল হিসেবে গ্রহনীয়।
#৩ এস.এ জরিপ:
আমরা ইতোমধ্যে জানতে পারলাম যে সি এস ও আর এস জরিপ এর বিস্তারিত। আমরা খুবই ভালভাবে বুঝে গেছি সিএস এবং আর এস জরিপ এর মধ্যে পার্থক্য কি। এখন আমরা জানবো এস এ জরিপের বিস্তারিত। এস এ জরিপ ইংরেজি শব্দ।এস এ জরিপ এর পূর্ণরূপ হচ্ছে-state acquisition survey.
এস এ জরিপ করা হয়েছিল-১৯৫০ সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন বাস্তবায়ন হওয়ার পর সরকার ও 1956 সালে স্বর্গ পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় এবং রাতের সাথে সরকারের প্রত্যক্ষ সম্পর্ক স্থাপনের জন্য জমিদার'দের সামান্য ক্ষতিপূরণ নির্ধারণ এবং রাতের খাজনা নির্ধারণ জরিপ করা হয়েছিল খুব দ্রুততার সাথে জমিদারগণ হইতে ফলাফলের উপর নির্ভর করে এই জরিপ বা খতিয়ান করার কার্যক্রমে পরিচালিত হয়েছিল।আমরা বলতে পারি উন 1950 সাল থেকে 1956 সালেমধ্যে এস এ জরিপ তৈরি হয়েছিল।কিন্তু এই জরিপে কিছু ভুল ত্রুটি থেকে যায়।যার ফলে পরবর্তীতে আর এস জরিপ করার সিদ্ধান্ত নেয়া হয়।
পিএস জরিপের পূর্ণরূপ হচ্ছে-Pakistan survey. আমরা ইতিমধ্যে এস এ জরিপ সম্পর্কে জেনেছি।এখন আমরা আবারও নতুন করে এস এ জরিপ এর সাথে পরিচিত হব।সুতরাং সোজাসুজি ভাবে বলতে গেলে, এসএ জরিপ কেই পিএস জড়িপ বলা হয়। পি এস এবং এস এ জরিপ অনেকটা একই ধরনের।
1957 সাল থেকে 1962 সাল পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়েছিল।
আরো কিছু জানতে চাইলে সাথে থাকুন:
২.মৌজা ম্যাপ বলতে কি বুঝায়? মৌজা ম্যাপ কি?
৩.খতিয়ান নম্বর কি?What is the Ledger number?
৪.খতিয়ান এর বিস্তারিত ব্যাখ্যা।
৫.জরিপ (survey)। সিএস জরিপ। আর এস জরিপ। এস এ জরিপ।
৬.পর্চা। পর্চা বলতে কী বোঝায়?
৭.সম্পত্তির প্রকারভেদ। সম্পত্তির ধরন। বিভিন্ন প্রকার সম্পত্তি।
৮.জরিপ। জরিপ কি? জরিপ বলতে কি বুঝায়? জরিপের সাধারণ জ্ঞান।
৯.দাগ বলতে কি বোঝায়?দাগ কি?ভূমি জরিপে দাগ বলতে কি বোঝায়?
১০.বাংলাদেশ পাসপোর্ট অফিসের তালিকা।
#৫ বিএস জরিপ(Bangladesh Survey):
বিএস জরিপ হলো মূলত বাংলাদেশ সাভে এর সংক্ষিপ্ত রূপ। ১৯৫০ সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী এই জরিপ কায পরিচালিত হয়। ১৯৯৮ সাল হতে বতমানে চলমান জরিপকে বিএস খতিয়ান বা সিটি বলা হয়। যাহা এখনো সারা দেশে চলমান। শুধুমাত্র ঢাকা মহানগরীতে বিএস খতিয়ানকে সিটি জরিপ বলা হয়। এই সিটি জরিপের আরেক নাম ঢাকা মহানগর জরিপ।আর এস জরিপের পর বাংলাদেশ সরকার ১৯৯৮ সাল থেকে এ জরিপের উদ্যোগ নেয়, এ যাবৎকালে এটিইকে আধুনিক জরিপ বলা হয়।
#৬সিটি জরিপ:
ধাপে ধাপে আমরা বিভিন্ন জরিপ সম্পর্কে অবগত হলাম। এখনো আমাদের কিছু জরিপ সম্পর্কে জানার বাকি আছে। তা সাধারণত বেশি দেখা যায় না। চলুন জেনে নেই সিটি জরিপ সম্পর্কে।
ঢাকা মহানগরের আরেক নাম সিটি জরিপ। এই জরিপটি হাজার 1999 থেকে 2000 সালের মধ্যে সম্পন্ন করা হয়। আর এস বা রিভিশনাল সার্ভে এর পর বাংলাদেশ সরকার কর্তৃক অনুমতিক্রমে এটি করা হয়েছিল। এখন পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আধুনিক জরিপ। এটিকে আধুনিক জোরিপ বলা হয়েছে কারণ, এটি কম্পিউটার প্রিন্ট করা যায়। তাই জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। বাংলার জনগণ এই আশা রেখে সাদরে গ্রহণ করেছে।
আমরা নিশ্চিত ভাবে বুঝতে পেরেছি সিটি জরিপ সম্পর্কে।পোস্টটি পড়ে যদি আপনি একটু উপকৃত হন তাহলে আমাকে কমেন্ট করুন এবং আপনার সমস্যাগুলো আমাকে জানান। আপনাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি।
অনেকগুলো জরিপে জানলাম আরো কিছু জরিপ আছে তা আমরা এখনো জানবো। চলুন জেনে নেই পরবর্তী জরিপ সম্পর্কে।
#৭ দিয়ারা জরিপ:
আমরা এখনো জানবো দিয়ারা জরিপ এর বিস্তারিত আলোচনা।দিয়ারা জরিপ কি আমরা অনেকেই জানিনা। জানতে পোস্টটি ভাল করে মনোযোগ দিয়ে পড়তে থাকুন। চলন আসা যাক আমাদের মূল টপিকে।দিয়ারা সম্পর্কিত জরিপটি হলো দিয়ারা জরিপ।উৎপত্তি হওয়া নতুন ভূমি জেলা প্রশাসকের চাহিদার ভিত্তিতে সৃষ্টির কারণে ভৌগলিক সীমানা ও সত্যের পরিবর্তন হলে নদী ও সমুদ্র উপকূল এলাকায় নতুন জরিপ করা হয়। এরকম জরিপে রেকর্ড প্রস্তুত করা হয়।আমরা পূর্বেই জেনেছি সিএস জরিপ 1888 সালে আরম্ভ হয় এবং দিয়ারা জরিপ আরম্ভ হয় 1862 সালে। সারাদেশে সুনির্দিষ্ট কিছু মৌজা এ জরিপ পরিচালিত হয়েছিল।
সম্মানিত পাঠক আপনারা এতক্ষণ মনোযোগ দিয়ে পড়ার জন্য অনেক ধন্যবাদ। আপনারাও পরে অনেক আনন্দিত এবং জ্ঞান অর্জন করেছেন। আপনাদের জন্য কিছু করতে পেরে আমি অনেক আনন্দিত। আপনারা যদি পোস্টটি পড়ে কিছু শিখতে পারেন তাতে আমার সাফল্য অর্জিত হবে। আমার পোস্টগুলো নিয়মিত পড়ে যান এবং নতুন কিছু সাথে প্রতিনিয়ত পরিচিত হন। আশাকরি সকলে ভালো আছেন এবং ভাল থাকবেন। আবারো চলে আসবো জরিপের অসাধারণ কিছু টপিক নিয়ে পরবর্তী পোস্টে। আশাকরি সকলে অপেক্ষায় থাকবেন পরবর্তী পোস্টগুলো জ্ঞান অর্জন করার জন্য।
বন্ধুগন আশা করি খুব ভালো ভাবে বুঝতে পেরেছেন । যদি কোনো বিষয় না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন? অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করিব। সকলে ধন্যবাদ সাথে থাকার জন্য এবং মূল্যবান সময় দেওয়ার জন্য ।
See the more topic:
1.কম্পিউটার কি?:https://nahidec50.blogspot.com/2022/10/what-is-computerwhat-does-computer-mean.html
2.The history of computer.কম্পিউটারের ইতিহাস বলতে কী বোঝায়? কম্পিউটারের সঠিক ইতিহাস ।:The history of computer.
Follow me:
1.Facebook:https://www.facebook.com/mdnahid456?_rdc=1&_rdr
2.Youtube:https://www.youtube.com/channel/UC87O_kSJomKCJtWnYAjFu9Q/featured
******** ** * * *Source:: Internet***********
No comments